আল্লাহর জন্য গোপনে দান করাই আমার পছন্দ: ডিপজল

প্রাণঘা’তী করোনার তা’ন্ডবে অবরু’দ্ধ এলাকাবাসী। এতে বি’পাকে পড়েছে দেশের অস্ব’চ্ছল মানুষ। এসব মানুষদের সহযোগিতা করতে এই সময় অনেক তারকা এগিয়ে এসেছেন। এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসহা’য় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ালেন।
ডিপজল বলেন, চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। যতদিন প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন।
ডিপজল বলেন, এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে জাহির করা হয়। লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি আমার সাধ্যমতো আমার চলচ্চিত্রের মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো তাদের পাশে থাকবো। আর এটা বলারও বিষয় নয়।


মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা মানসি’কতার বিষয়। আর মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এ সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা তার মানসি’কতার ব্যাপার। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে।’www.cox.com




Comments

Popular posts from this blog

এক মহিলাকে আধা কেজি চাউল দিতে ১৪ জন মানুষ এ কেমন মানবতা

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে জখম

ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তাহলে সরকারি ত্রাণ পৌঁছাবে না কেন: ক্রিকেটার রুবেল