Posts

Showing posts from April, 2020

পুত্র ত্রান দিচ্ছেন পিতাকে নিজের জন্মদাতা বাবা কাসেম মিয়াকে এই লজ্জা কার ?

Image
ইসলামিক সকল বত্তা ঐক্যজোট চাই এই লজ্জা কার ?? পুত্র ত্রান দিচ্ছেন পিতাকে | যিনি ত্রাণ দিচ্ছেন উনি ৪ নং কুমেদপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের কাসেম মিয়ার ছেলে রাসেল তালুকদার ,ত্রাণ দিচ্ছেন নিজের জন্মদাতা বাবা কাসেম মিয়াকে এবং সেই ছবি তার নিজের ফেসবুক আইডিতে আপলোডও করেছেন❗️

প্রধানমন্ত্রীকে অনুরোধ ,'চোরদের হাতে ত্রাণের দায়িত্ব দিয়ে অসহায় মানুষের সর্বনাশ ডেকে আনবেন না

Image
প্রশাসনের সাথে মিলে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর । বিষয়টা অামার কাছে অনেকটাই শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো মনে হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করে বলবো,'চোরদের হাতে ত্রাণের দায়িত্ব দিয়ে অসহায় মানুষের সর্বনাশ ডেকে অানবেন না। বরং পারলে মসজিদের ইমাম,স্কুল, কলেজের শিক্ষকদের দিয়ে ত্রাণ সমন্বয় কমিটি করার নির্দেশ দিন। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করান। সাধারণ মানুষ উপকৃত হবে, অসহায় পরিবারের মুখে হাসি ফুঁটবে।' @নুরুলহক নুর ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইসলামিক সকল বত্তা ঐক্যজোট চাই

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে জখম

Image
লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে জখম শেয়ার করে প্রধানমুন্ত্রীর দৃষ্টি কামনা করি। লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। রোববার রাত ৮টার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির বড়ভল্লবপুর গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, বড়ভল্লবপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে ও আয়েশা (রাঃ) কামিল মাদ্রাসার আলিম ১মবর্ষের ছাত্রী তাসলিমা আক্তারকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে স্থানীয় বখাটে বিনা, সোহান, ইমন, মোহনসহ কয়েকজন দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। প্রতদিনের ন্যায় রোববারও একই কায়দায় ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে বখাটেরা। এতে ছাত্রীর অভিভাবকরা প্রতিবাদ করেন এবং মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এতে বখ...

ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তাহলে সরকারি ত্রাণ পৌঁছাবে না কেন: ক্রিকেটার রুবেল

Image
করোনাভাইরাসের কারণে অনানুষ্ঠানিক লকডাউনের মধ্যে রয়েছে প্রায় গোটা দেশ। বন্ধ রয়েছে কল-কারখানা, ঘরের বাইরে বের না হতে দেয়া হয়েছে নির্দেশনা। বিপাকে পড়েছে দুস্থ-অ’সহায় মানুষেরা। এসব মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে সমাজের সামর্থ্যবান মানুষেরা, এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে নানান অনুদান। কিন্তু এসব অনুদান সংগ্রহ করার জন্য আবার একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত করতে হচ্ছে অনেক মানুষের। যা কি না একদমই সঠিক মনে হচ্ছে না জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের। এই ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, এই অনুদান ও ত্রাণ বিতরণের ব্যবস্থা নিয়েই।তার মতে, ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া যেতে পারে, তাহলে এখন কেন নয়? তিনি এই প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলঃ সমালোচনা বাদ দিন দেশ এখন সংকটময় মুহূর্তে এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কে...

সরকারের দেওয়া দশ টাকা কেজি মূল্যের ১০০ বস্তা চাউল চুরি করে ধরা পড়েছে ।

Image
লোকটি নাম মোঃ ওয়াজেদ আলী, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকটি দেখতে মনে হয় বড়ই আল্লাহ ওলা আসলে সেই একটা চোর সরকারের দেওয়া দশ টাকা কেজি মূল্যের ১০০ বস্তা চাউল চুরি করে ধরা পড়েছে । ইতিমধ্যে প্রশাসন তার গোডাউন সিলগালা করে দিয়েছে । নিউজ. com

হে প্রভু! রমজানের আগেই বালা-মুসিবত দূর করে দিন

Image
মহান আল্লাহ তাআলার অপার কৃপায় আর মাত্র কদিন পরেই পবিত্র মাহে রমজানে আমরা প্রবেশ করব, ইনশাআল্লাহ। একদিকে আসছে ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম রমজান। যা একজন মুমিন বান্দার জন্য পরম স্বস্তির প্রতীক। অপর দিকে প্রাণঘাতী মহামারি ভাইরাস কোভিড-১৯ এর ফলে সমগ্র বিশ্ব এখন আতঙ্কিত। এতে আমাদেরকে আতঙ্কিত না হয়ে স্রষ্টার কাছে নতজানু হয়ে সবিনয় প্রার্থনা করা এবং ধৈর্যধারণ করে ঈমানের ওপর অবিচল থাকা উচিত। যদিও বিশ্বময় এ মহামারির কারণে স্বাভাবিক জীবন যাপন কষ্টকর হয়ে পড়েছে, তারপরও আমাদেরকে ধৈর্যধারণ করতে হবে। এমন কঠিন পরিস্থিতে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। পরিস্থিতি যাই হোক না কেন রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। একজন মুমিন মুত্তাকি সে তার ইবাদত-বন্দেগিতে কোনোভাবেই দুর্বলতা দেখায় না। বরং রমজান আসছে বলে তাদের হৃদয় থাকে আনন্দে উদ্বেলিত। আমরা কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ের কষ্টের কথা ভুলে গেছি? তারা ধর্মের জন্য কত কষ্টই না করেছেন। সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন। দিনের পর দিন অনাহারে থেকেছেন। তার পরও তারা নামাজ, রোজা ও অন্যান্য পুণ্যকাজ ছেড়ে দেননি। ওহুদ যুদ্ধ...

স্বামীর কাছে দেনমোহর হিসাবে কেবল ৫ ওয়াক্ত নামাজই চাইলেন স্ত্রী

Image
www.cox.com অর্থ নয়, সোনার গয়নাও নয়, না কোন ব্যাংক ব্যাল্যান্স। নব-বিবাহিত স্বামী যেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার প্রতিশ্রুতি দিলে আর কিছু চায় না তার। এমনই এক অভিনব দেনমোহরের বিনিময়ে বিবাহ সম্পন্ন হলো পাকিস্তানে। রাসূলুল্লাহ (সাঃ) এর যুগেও এমন বিয়ে অনুষ্ঠিত হয়েছে যেখানে একটি সূরা মুখস্ত করাকে বিয়ের দেনমোহর হিসেবে নির্ধারণ করা হয়েছিল কন্যার পক্ষ থেকে। সেই হিসেবে এই বিয়ে অভিনব না হলেও অনেকের জন্য তা অনুকরণীয় অবশ্যই হতে পারে। বিশেষ করে যখন কয়েক লাখ টাকার নগদ ঘরভর্তি আসবাবপত্র, গাড়ি ছাড়া বর্তমান যুগে বিয়ে হয় না। সেখানে পাকিস্তানের টিভি সিরিয়ালের অভিনেত্রী ইয়াসরা (৩৪) তার বিপরীতে গিয়ে তার চেয়ে ১০ বছর কম বয়সী হাদিকে বিয়ে করতে সম্মতি জানিয়ে এই দেনমোহর দাবি করেন। হাদি বর্তমানে এমবিবিএস-এর থিসিস নিয়ে ব্যস্ত। তাই স্বামীকে অহেতুক অর্থের জন্য চাপ না দিতে ইয়াসরার এমন সিদ্ধান্ত। ইসলামী শরিয়তে বিয়ের সময় পাত্রীর পক্ষ থেকে পাত্রের কাছে তার সামর্থ্য অনুসারে দেনমোহর দাবি করা হয় যা বাসর রাতের আগে পরিশোধ করে দেয়া বাধ্যতামূলক। পাত্রের পক্ষ থেকে কিছু আদায় করার অনুমত...

এবার মাওলানা সাঈদীর মুক্তি চেয়ে ১০০ আইনজীবীর বিবৃতি।

Image
মানবিক কারণ ও বয়স বিবেচনায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে খুলনার ১০০ আইনজীবী এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতার অ্যাডভোকেটদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লস্কা শাহ আলম ও মোল্লা বজলুর রহমান, ল’ইয়ার্স কাউন্সিল খুলনার সভাপতি শেখ আনছার উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন হেলাল, আবুল খায়ের, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, সরদার ফিরোজ কবির, সরদার আব্দুল জলিল, শেখ মনিরুদ্দিন, রুহুল আমীন সিদ্দিকী, ল’ইয়ার্স কাউন্সিল খুলনার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আওছাফুর রহমান, মনিরুল ইসলাম পান্না, আবু ইউসুফ মোল্লা, অর্থ সম্পাদক মহিতুর রহমান কচি, সহ-অর্থ সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক মহিববুর রহমান, হাসিবুর রহমান, মোহাম্মদ হাসান, আলমগীর হোসেন, শামীমুল ইসলাম, খান লেয়াকত আলী, মোসা: সাখিয়া খানম, খুর্শিদা খানম খুশি, হোসাইন কবির, মুজাহিদুল ইসলাম, লিয়াকত আলী সরদার, মুন্সি হুমায়ুন কবীর, রেজাউল করিম, জাকিরুল ইসলাম, শাহ মো: সুজায়েত হোসেন সুজা, শেখ আব্দুল লতিফ, শেখ আব্দুল জলিল, খান আওছাফুর রহমান লিটন, হানিফ উদ...

১২ বছরের বালক তার ৪ মাস বয়সী ভাইকে নিয়ে রাস্তার পাশে শুয়ে আছে

Image
১২ বছরের বালক তার ৪ মাস বয়সী ভাইকে নিয়ে কমলাপুর কন্টেইনার ডিপো সংলগ্ন  রাস্তার পাশে শুয়ে আছে। তাদের মা খাবারের সন্ধানে বেরিয়েছেন। ছবি ডেইলি স্টার। চাল চুরি করার আগে চিন্তা কর তোরা কি এদের থেকেও অসহায় এদের খাবার তোরা চুরি করে স্ত্রী সন্তানকে খুসি রাখিস কিন্তুু কয়দিন..... আল্লাহর আদালতে তোদের দাঁড়াতেই হবে একদিন। www.com

একসঙ্গে কোরআনে হাফেজ হলেন ৪ জমজ বোন!

Image
দিমা, দিনা, সুজান ও রাজান—ফিলিস্তিনের চার যমজ বোন। তারা দেখতে প্রায় একই রকম। তাদের বয়স এখন ১৮ বছর। একসঙ্গে যেমন তাদের জন্ম, তেমনি একসঙ্গেই তারা বেড়ে উঠছে। একই শ্রেণিতে পড়ছে। এমনকি মাধ্যমিক স্কুল পরীক্ষায় চার বোনের স্কোরও সমান। এর চেয়ে বিস্ময়ের কথা হলো, যমজ এই চার বোন একই সঙ্গে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেম নগরীর উম্মে তুবা গ্রামের এক দরিদ্র পরিবারে জমজ ৪ বোনের জন্ম। বাবা মুরয়ি আশ-শানিতি (৫৮) মা নাজাহ আশ-শানিতি (৫৪)। গরিব হওয়ার পরও থেমে নেই দিমা-দিনাদের পড়াশোনা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষায়ও তারা পিছিয়ে থাকতে নারাজ। সে লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষারও প্রস্তুতি নিচ্ছেন তারা। আর ইতিমধ্যে পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছেন। পড়াশোনা ও বেড়ে ওঠায় দিমা-দিনা-সুজান ও রাজান যেন একটি মালার ৪টি উজ্জ্বল মুক্তা। এক সঙ্গে জন্ম, এক সঙ্গে বড় হওয়া, এক সঙ্গে কুরআন মুখস্থ করার সঙ্গে সঙ্গে তারা সবাই গড় নব্বইয়ের ওপরে স্কোর পেয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তাদের স্কোর হলো ৯৩.৯, ৯২.১, ৯১.৪ ও ৯১.১। দিমা-রাজনদের মা নাজাহ আশ-শানিতি জানান, ‘মেয়েরা জ...

আল্লাহর জন্য গোপনে দান করাই আমার পছন্দ: ডিপজল

Image
প্রাণঘা’তী করোনার তা’ন্ডবে অবরু’দ্ধ এলাকাবাসী। এতে বি’পাকে পড়েছে দেশের অস্ব’চ্ছল মানুষ। এসব মানুষদের সহযোগিতা করতে এই সময় অনেক তারকা এগিয়ে এসেছেন। এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসহা’য় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ালেন। ডিপজল বলেন, চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। যতদিন প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন। ডিপজল বলেন, এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে জাহির করা হয়। লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি আমার সাধ্যমতো আমার চলচ্চিত্রের মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো তাদের পাশে থাকবো। আর এটা বলারও বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা মানসি’কতার বিষয়। আর মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এ সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা তার মানসি’কতার ব্যাপার। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে।’ www.cox.com

মসজিদ হচ্ছে”শত্রুর ঘাঁটি”মুসলিমরা “পাগলা কুকুর :বৌদ্ধ বিন লাদেন’

Image
কে এই মিয়ানমারের মুসলিমবিরোধী ‘বৌদ্ধ বিন লাদেন’? মসজিদকে তিনি বর্ণনা করেন “শত্রুর ঘাঁটি” হিসেবে, তার কাছে মুসলিমরা হচ্ছে “পাগলা কুকুর”, মুসলিমদের বিরুদ্ধে তার অভিযোগ “তারা চুরি করে ও বর্মী মহিলাদের ধর্ষণ করে” এবং “গণহারে জন্ম দিয়ে তারা খুব দ্রুত নিজেদের বিস্তার ঘটাচ্ছে।” তার নাম আশিন উইরাথু। বিশ্বের সবচেয়ে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু তিনি। মিয়ানমারে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাকে রক্ষা করার পাশাপাশি তাকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। আর একারণেই তিনি মুসলিমদের বিষয়ে দিনের পর দিন এরকম বিদ্রূপাত্মক ও নিন্দাজনক বক্তব্য দিতে সক্ষম হচ্ছেন। কিন্তু সম্প্রতি তিনি শান্তিতে নোবেল পুরস্কার-জয়ী ও মিয়ানমারের ডিফ্যাক্টো নেত্রী অং সান সু চিকে আক্রমণ করার পর দেশটির কর্তৃপক্ষ এই উপসংহারে পৌঁছেছে যে তিনি তার সীমা ছাড়িয়ে গেছেন এবং এখন তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। কিন্তু বিতর্কিত এই বৌদ্ধ ভিক্ষু আসলে কে? যেভাবে শুরু আশিন উইরাথু প্রথম আলোচনায় আসেন ২০০১ সালে যখন তিনি মুসলিমদের মালিকানাধীন ব্যবসা ও দোকানপাট বয়কট করার জন্যে প্রচারণা শুরু করেন। এরকম একটি প্র...

এক মহিলাকে আধা কেজি চাউল দিতে ১৪ জন মানুষ এ কেমন মানবতা

Image
T হায়রে মানবতা ///// ১ জন মহিলাকে অাধা কেজির ১ মগ চাউল দিতে যদি লোক লাগে ১৪ জন।তাহলে ১০ কেজি  চাউল দিতে কয়জন  মানুষের  কয়টি  মগ দরকার ? বাঙ্গালীর  মগজটা  ঠিকই  বৃটিশরা ধোলাই করে গেছে ।  এমন ধোলাই   দিছে  এক্কেবারে  বিনা  সাবানে ।  কত বড় মাপের বেকুপ না হলে আমরা এইসব ছবি দেখে কেন  সাবাস দিতে যাই ৷  তিরষ্কারের  বদলে  বরং আশির্বাদ করতে চাই ।  এই  কারনেই আজ আমরা সমাজের ভারসাম্য  হারিয়েছি । একটা সমাজ যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে তখন ঐ সমাজের লোকেরা যা দেখার  নয় তা দেখতে পারে।যা বলার নয় তা বলতে পারে।যা শুনার নয় তা শুনতে পারে সুতরাং সেই  সমীকরনে  আমরা এখন ঠিকই যা দেখার নয়  তা-ই দেখছি তবে এ দেখার শেষ  কতদুর। www.cox.com

জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল যুদ্ধাপরাধী ইসুর কারনে হয় নাই, তাদের নিবন্ধন বাতিল হওয়ার একমাত্র কারন হলো -জামায়াতের সংবিধানে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানা

Image
জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল যুদ্ধাপরাধী ইসুর কারনে হয় নাই, তাদের নিবন্ধন বাতিল হওয়ার একমাত্র কারন হলো -""" জামায়াতের সংবিধানে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানা  কোরআন দিয়ে দেশ চালাবে"""। সেটা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। বাংলাদেশের সকল ইসলামী দলগুলো আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মনে করে।অতএব, এই পয়েন্টের জন্য বাংলাদেশের সকল ইসলামী দল গুলোর নিবন্ধন বাতিল হবে। (মাওলানা মামুনুল হক) তাই আসুন, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করি। (আমিন) www.cox.com