ব্রেকিং আলহামদুলিল্লাহ যারা সৌদিআরব প্রবাসী আছেন তাদের জন্য সুখব
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
ব্রেকিং ঃ আলহামদুলিল্লাহ যারা সৌদিআরব প্রবাসী আছেন তাদের সুখবর।
এখন থেকে আগামী জুন মাস পর্যন্ত আকামা এক্সপায়ারের জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ।www.Bd.com
T হায়রে মানবতা ///// ১ জন মহিলাকে অাধা কেজির ১ মগ চাউল দিতে যদি লোক লাগে ১৪ জন।তাহলে ১০ কেজি চাউল দিতে কয়জন মানুষের কয়টি মগ দরকার ? বাঙ্গালীর মগজটা ঠিকই বৃটিশরা ধোলাই করে গেছে । এমন ধোলাই দিছে এক্কেবারে বিনা সাবানে । কত বড় মাপের বেকুপ না হলে আমরা এইসব ছবি দেখে কেন সাবাস দিতে যাই ৷ তিরষ্কারের বদলে বরং আশির্বাদ করতে চাই । এই কারনেই আজ আমরা সমাজের ভারসাম্য হারিয়েছি । একটা সমাজ যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে তখন ঐ সমাজের লোকেরা যা দেখার নয় তা দেখতে পারে।যা বলার নয় তা বলতে পারে।যা শুনার নয় তা শুনতে পারে সুতরাং সেই সমীকরনে আমরা এখন ঠিকই যা দেখার নয় তা-ই দেখছি তবে এ দেখার শেষ কতদুর। www.cox.com
লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে জখম শেয়ার করে প্রধানমুন্ত্রীর দৃষ্টি কামনা করি। লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। রোববার রাত ৮টার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির বড়ভল্লবপুর গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, বড়ভল্লবপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে ও আয়েশা (রাঃ) কামিল মাদ্রাসার আলিম ১মবর্ষের ছাত্রী তাসলিমা আক্তারকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে স্থানীয় বখাটে বিনা, সোহান, ইমন, মোহনসহ কয়েকজন দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। প্রতদিনের ন্যায় রোববারও একই কায়দায় ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে বখাটেরা। এতে ছাত্রীর অভিভাবকরা প্রতিবাদ করেন এবং মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এতে বখ...
করোনাভাইরাসের কারণে অনানুষ্ঠানিক লকডাউনের মধ্যে রয়েছে প্রায় গোটা দেশ। বন্ধ রয়েছে কল-কারখানা, ঘরের বাইরে বের না হতে দেয়া হয়েছে নির্দেশনা। বিপাকে পড়েছে দুস্থ-অ’সহায় মানুষেরা। এসব মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে সমাজের সামর্থ্যবান মানুষেরা, এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে নানান অনুদান। কিন্তু এসব অনুদান সংগ্রহ করার জন্য আবার একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত করতে হচ্ছে অনেক মানুষের। যা কি না একদমই সঠিক মনে হচ্ছে না জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের। এই ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, এই অনুদান ও ত্রাণ বিতরণের ব্যবস্থা নিয়েই।তার মতে, ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া যেতে পারে, তাহলে এখন কেন নয়? তিনি এই প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলঃ সমালোচনা বাদ দিন দেশ এখন সংকটময় মুহূর্তে এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কে...
Comments
Post a Comment